![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমিকা তোমাকে পেয়ে-
স্বপ্নের জাল বুনি তোমার কারণে;
পুষ্পের অর্ঘ মেলি তোমার চরণে-
বেচে থাকি তোমার স্মরণে ,
পৃথিবী দেখি তোমার নয়নে।
প্রেমিকা তোমাকে পেয়ে-
ফসলের মাঠে শস্যের দোলাতে
দেখি তোমার নাচন।
পাখির রবে পাই তোমার ভাসন,
আকাশের উপরে আকাশে পাই তোমার গরন।
©somewhere in net ltd.