![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওগো বিদেশিনী
আজ তোমার বার্তা নাই,
কোনও সহবাত নাই
তবে কি তুমি আমাকে গিয়েছ ভুলে?
আমার মেসেজ কি তোমায়
আর আশার বানী শুনায় না!!
তবে কি আমি তোমার জীবনে
অস্পৃশ্য হয়ে গেলাম?
তবে কি আমার কণ্ঠ আর কোন
শিহরণ জাগায় না?
তুমি কি আজ আমাকে আগের মত ভালোবাসো?
তুমি কি আমার প্রেমে আজও মাতোয়ারা?
তুমি কি জান , আজ তোমার প্রেমে আমি বাক রুদ্ধ
তোমার কারণে আমি এ আশিক
তোমার কারণে আমি আজো প্রেমে পাগল পারা।
©somewhere in net ltd.