নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির দিনে প্রেমিকার পরশে

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৬

বৃষ্টির দিনে প্রেমিকার পরশে



আজ বৃষ্টি নেমেছে অঝোরো ধারায়

আকাশের জলে সয়লাব শহরের রাস্তা ঘাট-

বৃষ্টি তে সিক্ত হয়েছে নগরীর তপ্ত বুক,

আকাশের জলে যোগ হয়েছে আমার দু ফোটা চোখের জল।

আমার প্রিয়া হয়ত এই বৃষ্টি দেখছে,

হয়ত সে বুক ভরা অভিমানে গো মড়া মুখে রয়েছে

যেমনটি আজ আকাশ করে রয়েছে ।

আমার পিয়া কি তখন ভেবে ভেবে আকূল হয়েছে?

আর বুক ভরা দীর্ঘ শ্বাসে চারপাশ গরম করেছে ।

বৃষ্টি এখনো চলছে-

ঝূম ঝূম বৃষ্টি অঝোর ধারাই নেমেছে।

নগরের বেশটো রাজপথে এখনো বাশটো গাড়ির হর্নের শব্দ চলছে,

আমার চোখের মতো গাড়ির উইন্ড শিল্ড ঝাপসা হায়ে পড়েছে

আমি আজ বৃষ্টি তে ভিজে একাকার।



এরই মাঝে পিয়ার ক্ষুদে বার্তা এসেছে -

সে বলেছে মোরে ভালোবাসি সঙ্গী তোমায় ভালোবাসি,

বৃষ্টি চলেছে শুধু বৃষ্টি পড়ছে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.