![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জন্য
তোমার জন্য আমি হয়েছি ব্রহ্মচারী
তোমার জন্য আমি হয়েছি তির হারা নৌকার মাঝি
তোমার আশাই হয়েছি আমি উদাস , কবিতার পর কবিতা খানি
তোমার জন্য পেয়াএছি আমি ঝড় সামলানোর অটল শাহশ
তোমার আশাই মোকাবিলা করি হিংস্র বাঘের
তোমার আশাই আমি তারার খজে নামি
তোমার প্রতিক্ষাই আমি চণ্ডীদাস পড়ি
তোমার জন্য জীবনকে নতুন ভাবে ভাবি
তোমার কামনাই আমি রাত জাগা পাখি হই
তোমার এস আম এস এর আসাই আমি হার্ট এর পেসেন্ত হই।
তোমার আলতো চোয়াই আমি সুস্থ হইয়া উঠি
তোমার কারণে আমি ভাবি আর বেচে থাকি অহ নিশি।
©somewhere in net ltd.