![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইশতিয়াক। একটি বেসরকারি বিশ্ব বিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারে পড়ি। মধ্যবিত্ত পরিবারের ছেলে। ইনভারসিটির টিউশন ফি যোগার করতে গলদ ঘরম অবস্থা। আমার শখ খুব সীমিত। শুধু ঘোরা, বলতে পারেন ভার্সিটির সকল ট্যুর প্রোগ্রাম আমার আরেঞ্জ করা। একদিন ভার্সিটির সামনে ফ্লেক্সি লোডের দোকানে এক মেয়ের সাথে দেখা। সে মোবাইল এ ফ্লেক্সি করতে আসছে। প্রথম দেখাতে আমার খুব পছন্দ হইয়া গেল। আমি ঝটাপট তাঁর মোবাইল নাম্বার মুখস্ত করে নিলাম। রাত বারোটার দিকে তাকে ফন করলাম।
এই প্রান্তে হ্যালো
ঐ প্রান্তে উত্তর নেই।
এইভাবে দুই দিন চলল।
আমি হাপিয়া উঠলাম। প্রতি মুহূর্তে তাকে মনে করা ছাড়া এর কিছু মাথা আসে না। তৃতীয় দিন ও প্রথম ফোন রিচিভ করল।
ঐ প্রান্ত থেকে জি বলুন।
এক স্বর্গের অপ্সরীর কথা যেন শুনলাম।
কি অপরুপ তাঁর কথা সুধা।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৩
পাইলট ভয়েচ বলেছেন: আর নাই?