![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবি শুধু তোমাকে
আকাশের ঐ তারার মাঝে-
রূপালী ঐ জোছনার মায়াতে,
বাড়ীর পাশে লিচু বাগানের সুবিশাল গগনের মাঝে ;
খুঁজে ফিরি তোমাকে নয়নতারা গাছের বুকে.
জবা ফুলের গাছের ডালে বাতাসে সাদা ফুলের দোলাতে-
নরম ফুলগুলো যেমন ডানা মেলে ধরে
আকাশের মুখে তেমনি ভাবি তোমাকে.
©somewhere in net ltd.