![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়া তুমি বীটভনের সিম্ফনি
আমি তোমাই পেয়েছি আকাশের বিশালতা
সূর্যের আলোকছটা।
তুমি আমার জোছনা রাতে পূর্ণিমার ভালোবাসা;
আমি তোমার প্রেম সাগরে সাম্পানের দৃপ্ত পথচলা।
তুমি আমার জীবন সাথী, নিঃশ্বাসে অক্সিজেন।–
তুমি নগরের বুকে ঘাসের আলতো ছোঁওয়া,
তুমি অথৈ পানিতে ভেসে থাকার প্রেরণা
তুমি আমার বীটো ভনের সিম্ফনি,
আমার জীবনে সকাল বেলার রবীন্দ্র সঙ্গীত।
তোমার পরশ আমার কাছে বেঁচে থাকার প্রেরণা-
তোমার চুম্বন আমার হৃদয়ে রক্ত প্লাবন।
©somewhere in net ltd.