নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

নগরের বাস্ত জীবন

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৩

নগরের বাস্ত জীবন

সহজ সরল জীবন ছেড়ে বাস্ত নগরের ক্লান্ত জীবনে

হাজারো মানুষের ভীরে, যানজটের প্যাচে;

লাল নীল বাতির চোখ ধাঁধানো আলোর ঝলকানিতে।

নগরের বুকে গ্রাম থেকে বহু দূরে-

আসলাম আমি এবার ঢাকার শহরে।

এখন আমি হলের ছোট্ট একটি ঘুপ্রিতে দিনাপাত করি

এর গ্রামের সুবিশাল মাঠকে ভাবি,

শাপলা ফুল হাতে আমার প্রিয়ার ছুটে চলা দেখি;

নদীর বুকে কিশোরের দাপাদাপি দেখি।

হয়ত আমি এখন ইট পাথরের বুকে বন্দী

হয়ত আমি নগরের জীবনে অন্য জীবনে

যেখানে আবেগের কোন দাম নেই, স্বার্থের মূল্য অপরিসীম

ভালোবাসা যেখানে অর্থের মুল্লে পরিমাপ ক্রীত,

সেই জীবনে আমি ছুটে চলা এক রেসের ঘোড়া।

যেখানে জীবনে কোন বৈপরীত্য নেই

কিংবা কোন সাধারণ বৈচিত্র্য নেই;

সবকিছু যেন প্যাকেজের জালে বন্দী-

কেমন যেন ফ্রজেন এর মোড়কের আড়ালে বন্দী।

সব কিছু প্রকৃতির ছোঁওয়া থেকে দূরে বহু দূরে

কেমন যেন ফ্রেমে বন্দী কামেরাই তোলা ছবি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.