![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজি এই সুন্দর প্রভাতে , মেঘেলা আকাশে;
সূর্যের লুকোচুরি আর প্রভাত বেলার মৃদুমন্দ বাতাসে,
যখন ঘুম থেকে উঠে দেখি প্রিয়া তোমাকে
আলতো ছোঁয়াতে জড়িয়ে ধরে রয়েছ তোমার প্রিয়াকে-
ভুবনের সবচে সুন্দর চিত্রকল্প দেখি তোমার অঙ্কনে।
প্রিয়া তোমাকে দেখি আমার দুই নয়নে,
পাই তোমাকে সেই পল্লীরও প্রান্তরে
কলসি কাঁখে পুকুর থেকে পানি আনা রমনির মাঝে
কিংবা স্নান করা গ্রাম্য বালিকার মাঝে,
তোমাই দেখি অর্চনার ফুল কুড়ানো নবপরিণীতার মাঝে-
সদ্য সিঁদুর দেওয়া নারীর কপালে।
কিংবা অঙ্গুতি পরা বাগদত্তা নারীর হাসিতে
তোমাকে পাই আমি নদীর বুকে সূর্যের কিরণের
দুলে চলা আপন খেলাতে।
©somewhere in net ltd.