![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় অবলম্বনে নজরুল প্রায় দুই শতাধিক গান রচনা করেছেন। তাতে যে সকল বিষয় স্থান পেয়েছে তা নিম্নরুপ।
হামদ্, নাত, প্রিয় নবি করিমের আবির্ভাব, আল্লাহ্ - রাসুল উভয় প্রসঙ্গ, আল্লাহ্, রাসুল, ইমান, ঈদ, রমজান, ক্বাবা ও হজ্ব, আজান, মসজিদ, নামাজ, মোহররম (মার্সিয়া) , ফাতেমা, আরব, মক্কা, মদীনা, জাকাত, ঈমান, ইত্যাদি।
আল্লাহ্ তালা'কে উদ্দেশ্য করে এবং প্রশংসা করে যে গান গাওয়া হয় তাকে হামদ্ বলে।
এই সুন্দর ফুল সুন্দর ফল
মিঠা নদীর পানি........................হামদ্
নবী করিম (সঃ) এর প্রশংসা করে যে গান গাওয়া হয় তাকে নাত বলে।
নিম্নে নজরুল রচিত কয়েকটি ইসলামী গানের নাম ও বিষয় লিখা হল।
ত্রি ভুবনের প্রিয় মুহাম্মদ
এলো ড়ে দুনিয়ায়.............................নাত
৩/ ও মন রমজানের ঐ রোজার শেষে
এল খুশির ঈদ..................ঈদ
৪/ ফুরিয়ে এল রমজানের ই
মোবারক মাস..............................রমজান
৫/ হে নামাজী আমাড় ঘরে
ণামাজ পড় আজ..............................নামাজ
©somewhere in net ltd.