![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়া তুমি না থাকলে
তুমি না থাকলে প্রিয়া আমার জীবন যেন হত
অমাবস্যার আকাশ।
তুমি না থাকলে সূর্যমুখী তাঁর
সূর্যের হাসি দিত না,
তুমি না থাকলে পিয়া আমার হৃদয়
হত যেন গোত্তা খাওা ঘুড়ির মতন।
তুমি না এলে সকালে জানালার ফাকে
রৌদ্রের খেলা বুঝা হত না।
তুমি না এলে ফেসবুকে মেসেজ লেখা হত না।
তুমি না এলে আমার জীবন হতো যেন
ঢাকার পীচ ঢালা রাজপথে লোড শেডিং-
তুমি না এলে বাতাসের গান শুনা হতো না,
তুমি না এলে লেখা কবিতায় ছন্দ আসত না-
তুমি না এলে রবীন্দ্র সঙ্গীতে বেসুরো লাগত।
তুমি না এলে গোলাপের রূপ দেখা হতো না,
তুমি না এলে আকাশের মেঘ বৃষ্টি হতো না।
©somewhere in net ltd.