![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার আলো
যত দূর যতখানি পথ থাকে আমাদের মাঝে,
ভেঙ্গে হবে চুরমার, শুকনো পাতার মত উড়ে
যতো খানি যতো দুর পথ থাকুক আমাদের মাঝে
হয়তো বা তোমার আকাশের চাঁদ হব,
হয়তোবা বাড়ীর পাশে গান গাওা ভোরের দোয়েল হব
হয়তো তোমার জীবনে ধুমকেতু হব,
যেভাবেই রবো মনে রেখ থাকব শুধু তোমার পাশে,
শুধু এক বুক ভালোবাসা নিয়ে,
মোবাইলে বা পাখির গানে বলে উঠবো
পিয়া ভালবাসি শুধু ভালবাসি তোমায়ে।
যখন মসজিদে আযান হবে,
আকাশের বুকে লাল সূর্য ঘুমিয়ে যাবে,
আমি তখন তোমার বুকে মাথা রেখে
আকাশের বুকে আলোর খেলা দেখব;
আলতো করে চুমু খেয়ে বলব পিয়া ভুলনা আমায়।
যখন হাজারো বন্ধুর পথ পাড়ি দিব,
অথৈ সাগরে পাল হারা নাইয়ের মাঝি হব,
যখন আচমকা হিংস্র শ্বাপদের মুখোমুখি হব-
আমি কেবল তোমাকেই দেখব,
আর বলব আমি যেন থাকি চিরদিন তোমার বুকে,
ভালবাসি পিয়া তোমাকে, শুধু তোমাকে, আর কাউকে নয়।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা ++++++
শুভকামনা রইল অনেক