নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

সুনামির ঢেউ দেখেছি তোমার নয়নে

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

সুনামির ঢেউ দেখেছি তোমার নয়নে

সকালের সূর্য যেমন আলোর আভা ছরিয়া দেই জীবনের পথে,
শীতের কুয়াশা যেমন ঝকঝকে জীবনের আগমন দ্যায়ে,
সুনামির ঢেউ যেমন সব কিছু ভাসিয়া নিয়া ধ্বংসের বাড়তা দেয়,
তেমনি তুমি আমাকে দেখিয়াছ নতুন জীবন,
নতুন স্বপ্নের ছোঁওয়া, নতুন জীবনের পথছবি,

পৃথিবীর যতো সুখ, যতো আনন্দ পেয়েছি তোমার কাছে,
যতো আশা , যতো স্বপ্ন দেখেছি তোমার চোখে,
যতো প্রেম, যতো ভালোবাসা দিয়েছ দু হাত ভরে এই আমাকে,
যখন ঘূমীএছী তোমার বুকে নিশ্চিন্তে
অঘোরে প্রবল আস্থার সাথে,
চূর্ণ করেছি সব বাধা বীঘণো,করেছি ভালোবাসার ঘর।
শুধু দু নয়ন জুড়ে দেখে তোমার ভালোবাসার সাতকাহন।
শহরের আলো ঝলমলে চাক চিককে ণোয়,
নয়ন জোড়ার আলোকছটা আমাকে আভিজাত্য দিয়েছে।
পাতার পর পাতা কবিতা লেখার উপলক্ষ হয়েছ তুমি,
ডালপালা মেলে কবিতা হয়েছে মোহি রুহু ,
কবিতাতে হয়ত ছন্দ ছিল না,
কিন্তু তা ত তোমার ছন্দে রচিত কবিতা ছিল।
সেই ছন্দে আমার গদ্য ময় জীবন পদ্য ময় করে দিয়েছ।
তাল লয় ছন্দ এনেছ আমার জীবনে।

হয়ত দিয়েছ হতাশার অন্ধকার,
মনের মাঝে যুদ্ধের ধ্বংস লীলা,
তারপরও তুমি দিয়েছ এক আধার কাটাণো আলো ঝলমলে
এক সোনালি প্রভাত।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

খেলাঘর বলেছেন:


ঢেউ কেন দেখছেন?
হ্যাপী নিউ ইয়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.