![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লানতিময় এই শহর
অনেক দিন হল আমি রয়েছি শহুরে পরিবেশে,
থাকি আমি ইট পাথরে ঢাকা এই শহরে,
দিনের বড় একটা সময় কাটে রাজপথের যানজটের মাঝে-
কিংবা দিনব্যাপী অফিসের লেনদেনের হিসাবে,
অথবা নিরর্থক ক্লান্ত ময় শর্তের বাবচ্ছেদে।
সেই আকাশে নেই কোন পাখির ডাক,
আছে শুধু সর্বভুক কাক আর শকুনের হিংস্র সব খাবারের বাসনা।
এই শহরে নেই কোন ধান ক্ষেত , নেই কোন খেলার মাঠ,
নেই কোন প্রাণের ছোঁওয়া,
এই শহরে থাকে না কোন ঘুড়ির নাচন খেলা.
এ শহর এক আজব শহর, রাত ব্যাপী যেখানে চলে হরেক রকম বিজলি বাতির খেলা,
নেই সেখানে বনের মাঝে আলোর মিটি খেলা,
এইখানে প্রেমিকার প্রেমে শীতের কুয়াশা ছোঁওয়া দেই না,
সকালে পাখির ডাকে ঘুম ভাঙ্গে না, পুকুরে সূর্যের রূপালী আলোর খেলা থাকে না,
এই খানে সব কিছু কেমোণ যেন রেডি মেড,
নেই সেখানে কোন প্রাণের ছোঁওয়া, নেই কোন হিন্দোল।
©somewhere in net ltd.