![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিয়ার মাঝে আমি সমুদ্রের উত্তাল দেউ দেখেছি,
ওর পায়ে আমি তানসেনের সুমধুর নিক্কন শুনেছি,
হৃদ্যার হাতের মাঝে আমি আমার নির্ভরতা পেয়েছি,
যেন হাত দুখানি প্রিথিবির সব সুখ নিয়া হাজির হয়েছে।
প্রিয়ার চুলের দোলাতে হৃদয়ে ছন্দের দোলা লাগে
ঠোঁট জোড়া আমার জন্য মিষ্টি কুমড়ার ফুল হইয়া আসে,
কিন্তু কখনও লাল লিপস্টিকে আমার হৃদয়ে
রক্তক্ষরণ করতে দেখিনি।
©somewhere in net ltd.