নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

গারো কন্যা

২৪ শে মে, ২০১৫ সকাল ৭:২৬


গারো কন্যা
তুমিও তো মানুষ
তোমার ও তো বাঁচার, স্বাধীন ভাবে
বেচে থাকার অধিকার আছে।
ওরা কারা? ওরা কারা হিংস্র নপুংসকের দল ?
নর্দমার কীটের থেকে অধম ওরা,
মনে শুধু ওদের প্রতি তীব্র হিংস্র
ঘৃণার আলো জাগিয়া দেয়।
ওদের কি মা নেই, ওদের কি বোন নেই?
ওদের কি সৃষ্টি কর্তা বিবেক বর্জিত করে
ধড়া তে নিক্ষেপ করেছে?
ভয় পেয় না তুমি গারো কন্যা,
তুমি আমাদের জন্য সংগ্রামী নারীর চেতনা
বেঁচে থাকার সংগ্রামে এক মহান সৈনিক
তোমাকে জানাই সশস্ত্র সম্মান।
ওরা কারা?
ওরা অপমান করেছে এই বাংলার সকল মানুষকে,
ওরা অপমান করেছে আমাদের স্বাধীনতার সূর্যকে,
ওরা এখনো হিংস্র হায়নার রক্ত বয়ে বেড়ায়।

গারো কন্যা
তোমাকে জানাই হাজারো সালাম
তুমি একজন নারী,
তোমার বিন্দু মাত্র অসম্মান -
ওরা করতে পারেনি।

তুমি এদেশের সংগ্রামী মানুষের দূত
তুমি আমাদের মশাল বাহি নারী
তুমি আমাদের জাহানারা ঈমাম,
তুমি আমাদের বেগম রোকেয়া,
তুমি আমাদের মালালা,
তুমি আমাদের একাত্তরের অগ্নিকন্যা।
তোমাকে জানাই হাজারো সালাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৫ সকাল ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

২| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:৩৩

আমি মিন্টু বলেছেন: ওদের শাস্তি চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.