![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত রাজনের কণ্ঠ
আজকের আকাশে দেখছি একটি গুমোট আবহাওয়া
প্রতিদিন ঠেকে আজকের আকাশটি অনেকটা আলাদা
কিছুটা বিষণ্ণ, অনেকটা কেমোণ যেন মনমরা
ঠিক আমার স্বপ্নের আকাশের থিকে অনেকটা ভিন্ন
অনেকটা বিষাদ ছন্ন
বাড়ীর পাশের ছোট্টো ছেলেটির কথা খুব মনে পড়ছে
অনেক করে বুকের বাম পাশে মোচড় দিয়া দিচ্ছে।
এইতো সেদিন ছেলেটির সাথে দেখা,
কী প্রাণবন্ত হাসি, ফড়িঙের মতো এলোমেলো ছুটোছুটি।
আজ শুনলাম ছেলেটির গণপিটুনিতে
ইহ লীলা সাঙ্গ হয়েছে।
খানিকটা স্তবদ হয়েছি, কিন্তু খুব ওবাক হইনি ।
আমি দৌড়ে গেলাম ছেলেটির কাছে।
কেমন নিথর ণীশ্ছূপ পোড়ে আছে ছেলেটি।
ছেলেটির ণাম রাজন ।
রাজনের মৃত লাশের দিকে মানুষের উৎসুক চোখ গূলো
দেখতে পেলাম।
কেমন যেন রহস্য মাখা আছে চোখগুলোতে।
কেও শয় তানের হিংস্র চোখে,
কেওবা মমতাময়ী মায়ের চোখে শিশুটির দিকে তাকাচ্ছে।
হটাত একটা ডোমকা হাওয়া কেমন যেন সবকিছু
এলোমেলো করে দিলো।
দূর থেকে একটা সোচ্চার কণ্ঠ ভেসে এলো।
“রাজন হত্যার বিচার চাই।”
সোচ্চার মানব কণ্ঠে আমি রাজনের কণ্ঠও শুনতে পেলাম।
©somewhere in net ltd.