![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম নেই দু নয়নে
মেলে রই চোখের পাতা আড় নয়নে
রই দিবা নিশি জেগে তোমার কারনে।
ভেবে মরি পুরনো কথা
সোনালি দিনগুলোর হাতছানি।
হাসি মধুর, আভিমানে গম্ভীর প্রহরগুলো
কেন যেন আশ্চর্য রকম আলাদা মুহূর্তগুলো।
আচ্ছা !! মুহূর্তগুলো কি শুধু তোমার জন্য সৃষ্টি?
আজ তুমি নেই! তোমাকে ছাড়া মুহূর্তগুলো
জেগে থাকার এক অমোঘ মন্ত্র।
আচ্ছা !! এখনও তো গোলাপ গাছে ফুল ফুটে।
রক্ত জবা গাছ টি চারপাশ উৎসব মুখর করে তুলে!
হাসনাহেনা গাছ টি বাতাসে আশ্চর্য আনন্দে দোল খায়
এখনও যমুনার পানির তোরে বিলিন হয়ই
হাজার গ্রাম
আমি অবাক হইয়া রক্তাক্ত চোখে চেয়ে রই।
ভালবাসি কথাটি আমার চারপাশে
গুমোট বদ্ধ বাতাসকে বলে
নিজের মাঝে নিজে বিলীন হই।
©somewhere in net ltd.