![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুগে যুগে দেখেছি যত চেতনা
শুনেছি যত গান,
যত মনিষীর আলো
এর পর পেয়েছি তোমায় বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রাহমান।
আমি শুনেছি তানসেনের সেতারের কথা,
শুনেছি বিটভানের সিম্ফনি।
শুনেছি হেমন্ত এর গান
আর আমি শুনেছি বঙ্গবন্ধু তোমার
সাত ই মার্চের ভাষণ।
আমি দেখেছি সীমাহীন সাগরের
জল রাশির উত্তালতা,
আর আমি দেখেছি রেসকোর্সের মাঠে
জনতার আন্দলতা।
শুনেছি মহা বিশের বিশসালতা
দেখেছি ভুমিকম্পের কম্পন
ার দেখেছি তোমার পরবত সম বিশালতা
পেয়েছি সৎ সাহসের ঠিকানা।
আকাশে দেখেছি সিমাহিন বিশালতা
তোমার মাঝে দেখেছি
মানুসের প্রতি অসিম প্রেম।
তুমি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান।
©somewhere in net ltd.