নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

সঙ্গী হিসেবে কেমন হয় ইঞ্জিনিয়াররা?

২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৮

আমাদের সকলের জানা মতে, ইঞ্জিনিয়ারেরা খুব স্মার্ট ও গোছানো হয়। ইঞ্জিনিয়াররা বর বা কনে হিসেবে কেমন হয় আসুন জেনে নেয়া যাক-

১. তারা অত্যন্ত সংগঠিত হয়:
তারা অনেক বেশী গোছালো হয়। তাদের সাথে অগোছালো মানুষ সঙ্গী হিসেবে পড়লে সমস্যা সৃষ্টি হতে পারে। কিন্তু আপনি যদি তার সাথে বেশী সময় থাকেন তাহলে আপনি নিজেও আস্তে আস্তে গোছালো হয়ে উঠতে পারবেন।

২. তারা কঠিন সমস্যার মোকাবেলা করতে পারে:
জীবনে যত কঠিন সমস্যা আসুক না কেন তারা তা সমাধানের জন্য মনোযোগ দিয়ে চেষ্টা করেন। তারা অনেক বেশী ভাবুক হয় না। তারা মন থেকে না মস্তিষ্ক থেকে কাজ করতে পছন্দ করেন।

৩. তারা দ্রুত তথ্য সমন্বয় করতে পারে:
ছেলে বা মেয়ে যে ই হোক, তারা যদি ইঞ্জিনিয়ারিং পেশায় থাকে তাহলে তাদের মেমোরি অনেক প্রবল হয়। তারা সবকিছু খুব গুরুত্বের সাথে শোনে ও মনে রাখে। তার মানে তারা সকল বিশেষ দিনের কথা মনে রাখবে, আপনি বিশেষ কি বলেছেন, ছোট ছোট কথা সবকিছু অতি আন্তরিকতার সাথে সে মনে রাখবে।

৪. তারা অনেক সৃষ্টিশীল হয়:
তারা অনেক বেশী ক্রিয়েটিভ হয়ে থাকে। বিভিন্ন ধরণের জটিল সমস্যা সমাধানের জন্য তাদের সৃজনশীল হতে হয়।তারা মজায় মজায় কাজ করতে পছন্দ করতে পছন্দ করেন। আপনি যদি এমন কাউকে সঙ্গী হিসেবে পান তাহলে অনেক ভালভাবেই আপনার দিন কাটবে। তবে তাদের ব্যস্ততার কারণে হয়ত মাঝে মাঝে আপনি নিজেকে একাকী অনুভব করতে পারেন।

৫. তারা অলস হয় না:
ইঞ্জিনিয়ারেরা আসলেই কখনও বিশ্রাম নেয় না। তারা যখন ছুটিতে থাকে তখনও তাদের মনে ইঞ্জিনিয়ারিং চলতে থাকে। তারা যখন কোন প্রকল্প নিয়ে কাজ করেন তখন অনবরত তাদের মনে শুধু সেই কাজ ঘুরপাক খেতে থাকে। সম্পর্কের ক্ষেত্রেও তারা এমন। আপনার সাথে কখনও কোন সমস্যা হলে তারা এর সমাধান খুঁজে বের না করা পর্যন্ত ক্ষান্ত হবেন না। –সূত্র: লাইফ হ্যাক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২১

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সব ঠিক না। আমার জানামতে ইঞ্জিনিয়াররা একটু অগোছলাই হয়।

২| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:

ইঞ্জিনিয়াররা জোড়াতালি লাগায়

৩| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৬

রাজীব বলেছেন: আয় হায় কসকি মমিন??

আমার যে একটা গুনও নাই!!!!

তার মানে কি ইন্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট টা কমডে ফালায়া দিতে হবে??

৪| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৩

বিজন শররমা বলেছেন: নন ইনজিনীয়ারদের কলিজায় ছ্যাকা দেবার জন্য আবার এসব লেখা কেন ? এমনিতেই তো ফ্রাস্ট্রেসনের কারনের অভাব নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.