![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা এলোমেলো
এই আমি অনেক টা ছন্ন ছাড়া
আমি কখনও বা ক্ষণ কালের দেবদাস
এই আমি রাজপথের ফুট পাথে হেটে চলা পথিক
আমি সকাল বেলা চায়ের কাপে
চুমুক দিয়া ঝড় তোলা বালক ।
এই আমি অনেকটা বিদ্ধস্ত।
কখনবা হতাশার অন্ধকারে হারিয়ে যাওয়া যুবক
এই আমি,
নদীর তীরে অবাক হইয়া তাকিয়া থাকি।
সমুদ্রেরে বিশাল ঢেঊ এর উত্তালতা দেখ।
এই আমি নীড় হারা এক পাখি।
কবিতা পাঠের আসরে বসে থাকি
আর কল্পনার জাল বুনি।
এই আমি দৃপ্ত পদভাড়ে
কক্স বাজারে বালিয়াড়ির বুকে প্রেমিকার হাত ধরে হাটি।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৪
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: বেশ ভালোতো