![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বাঙালী
আমি একজন প্রগতিশীল বাঙালী
আমি ধূতি পোড়ী, আমি জোব্বা পড়ি
আমি পহেলা বৈশাখ করি,
আমি নামাজ পড়ি, রোজা রাখি
আমি স্রষ্টা মানি,
আমি সমাজের আচার মানি,
আমি বাংলাকে ভালোবাসি
দেশকে আমি মা মানি,
আমি গোঁড়ামি করি না,
আমি শসন্ত্রাসী না।
আমি নিরীহ মানুষের শত্রু না।
আমি অতিথিকে শ্রদ্ধা করি
আমি প্রযুক্তিতে বিশ্বাস করি
আমি অসহায় আর পাশে দাড়াই
আমি মাটিকে ভালোবেসে বীজ বুনি
আমি কবিতা পড়ি, গাণ শুনি
আমি পড়াণ মাতান আড্ডায় মেতে উঠি।
আমি বোনের সম্ভ্রম রক্ষাই জীবন বাজি রাখতে পাড়ি।
আমি অবাক নয়নে প্রিয়ার দিকে তাকিয়ে থাকতে জানি
আমি যৌবনে ভালোবেসে ঘর পালাতে জানি
আমি অধিকার আদায় করতে পাড়ি।
প্রয়োজনে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানি।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৩
অন্ধকারের আলোর দিশারী বলেছেন: আমি বাঙালি...