![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত অতিথী
মনটা আজ অনেকটা বিষণ্ণ
অনেকটা বিপর্যস্ত
ঠীক যেমনটি হয়েছিল মাকে
হারাবার দিন
বেষ কিছুদিন আগে এক বিদেশী এসেছিলো
আমাদের এলাকাতে
শুনেছিলাম বুদ্ধি প্রতি বন্দি দের পুনর্বাসনে
কাজ করতো সদা হাশশোজোল ,সদা কোড়মোট
সদা লিপি মানুষটা।
মানুষের সাহায্যে এগিয়ে আশা বিদেশী শুনলাম
কিছু হিংস্র শ্বাপদের শিকার হয়েছে।
একটি নয়, দুটি নয়, তিনটি গুলি
লুটিয়ে পড়েছিলো বিদেশী এই বাঙলার বুকে
পশুগুলো আবারো বাঙলার মাটী অপবিত্র করেছিলো
আচ্ছা, মানুষ কেন মানুষ কে মারে?
প্রশ্ন জাগে এই বিধ্বস্ত মনে।
©somewhere in net ltd.