নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমার প্রথম পরশ

১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪

প্রিয়তমার প্রথম পরশ

প্রিয় তমার প্রথম দিনের পরশে
যেমন সর্বাঙ্গে শিহরণ জেগেছন,
স্বর্গ যেন এসে রাধার আরতি করেছিল,
পৃথিবীর সমস্ত গোলাপ
তখন যেন আমার উপর বর্ষিত হয়েছিল।
অদ্ভুত এক অনুভূতি ছিল সেটা।
নিজেকে সমগ্র ভূখণ্ডের অধিপতি মনে হচ্ছিল।
আশে পাশের সকল আণা গোণা;
ঝাড়বাতির আলো, মানুষের সকল বৈষইক
বাসততার মাঝে সে ছিল
এক অন্য রকম ভালোলাগা।
আচ্ছা! যতদূর মনে পরে তা কেবল
একটি আঙ্গুলের ছোঁওয়া ছিল।
সে তখনো তার পুরো হাত আমার কাছে
অর্পণের শক্তি অর্জন করতে পারেনি।
তবু , আমার হৃদয় এর মাঝে
নিয়ে এসেছিলো অবারিত সুখ, এক নিবিড় শিহরণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.