![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ ঘাস গুলো যেন কেমন
কোমল মখ মল বিছানো
শীতের সন্ধ্যাতে শিশির বিন্দুতে
পায়ের তালু ভিজানো।
সবুজ ঘাসের বুকে গোল্পো আর আড্ডাতে
যৌবনের সোনালী সময়গুলো কাটানো।
সবুজের আবোহে, প্রকৃতির স্পর্শে
প্রাণ পিয়ার শাঠে মুখোমুখি চেয়ে থাকার
স্বর্ণালী স্মৃতিময় মুহূর্তগুলো।
দল বল গোল হইয়ে বসে
তুমুল বক্তব্য ছবকাণো।
আলতো করে ঘাসের উপর বসা
প্রিয়ার কোলে মাথা রেখে-
সমস্ত দেহ এলিয়ে দিয়ে
পৃথিবীর বিশালতা দেখা, নতুন করে সবকিছু ভাবা।
২| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: কবিতা ভাল হয়েছে কিন্তু বানানের তো অবস্থা কাহিল।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
সাবলীল মনির বলেছেন: কবিতা ভাল লেগেছে ।