![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতার রক্ত ক্ষরণ
নিষ্ঠুরতার কাছে মানবতা
স্বার্থের আঘাতে নিষ্পেষিত একটি
বিমূর্ত চেতনা।
জীবন এখানে বড়ই অসহায়,
চিন্তা শক্তি হয় অবশ-
তার ছায়ার প্রকৃতি যেন হয়
নিস্তব্দ এক বাস্তবতা।
এখানে ছিন্ন ভিন্ন এক দেহ
চোখে ভেসে উঠে,
অসহায় বাবার করুণ চাহুনি
সেখানে মুষড়ে পড়ে,
বৃদ্ধ মাতার মাতন
হৃদয় বিদীর্ণ করে।
মানবতা শুধু তন্দ্রা ছন্ন নয়
হাজারো ঘুমের বড়ির মাঝে
একেবারে নিথর এক দেহ মনে হয়।
©somewhere in net ltd.