![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
1.সরকার সিদ্ধান্ত নিল গ্রামের
অশিক্ষিত লোকেদের
পড়াশোনা
শেখানো হবে। সেইমত এক শিক্ষক
গ্রামে
গিয়ে পড়াচ্ছেন...... .
'A' for অ্যাপেল,
'B' for বল.....
কিন্তু কেউ কিছু বুঝতে
পারছেনা।
তখন শিক্ষকটি ভাবনা চিন্তা
করে
অন্য এক উপায় বার করলো।
তিনি পড়াতে লাগলেন......
'A' for অপুর মা,
'B' for বল্টুর মা,
'M' for মুন্নির মা,
'P' for পাপ্পুর মা,
'T' for টুনির মা.......
কয়েকদিন পর শিক্ষক ভাবলো,
এদের
পরীক্ষা নেওয়া যাক।
শিক্ষক বোর্ডে 'W' লিখে এক
লোককে জিজ্ঞাসা করলেনঃ
বলোতো,
এটা
কি লেখা আছে.....??
লোকটি বললঃ স্যার, দেখে তো
মনে
হচ্ছে,
.
.
.
.
.
.
.
.
.
.
মুন্নির মা উল্টে শুয়ে আছে।
2শিক্ষক : বলতো আম উপরের দিকে না
পরে
নিচের দিকে পরে কেন?
বল্টু : স্যার, উপরে খাওয়ার মানুষ
নেই তাই।
শিক্ষক (একটু রেগে) : এই শিখছিস ?
আচ্ছা
বল, লোহার তৈরি জাহাজ
পানিতে
ভাসে,
কিন্তু লোহার টুকরা পানিতে
ডুবে যায়
কেন?
বল্টু : লোহার তৈরি জাহাজ ভেসে
থাকে
কারন এর চালক আছে, কিন্তু লোহার
টুকরার
চালক নেই তাই এটা ডুবে যায়।
শিক্ষক : তোর মাথায় ডাস্টার
মারব
হারামি।
আচ্ছা এবার বাংলা ২য় পত্র বের
করে
ক্রিকেট রচনাটা লেখ।
সময়:-৩০মিনিট।
কিছক্ষন পর বল্টু খাতা জমা দিল.....
স্যার তো অবাক এত তাড়াতাড়ি
বল্টুর রচনা
লেখা হয়ে গেল।
শিক্ষক কৌতূহল সহকারে পড়ল।
বল্টু লিখেছে......
"খেলা শুরু এবং আকাশে
মেঘলা মেঘলা ভাব।
.
.
.
.
.
.
বৃষ্টির কারনে ম্যাচ পরিত্যক্ত।
শিক্ষক বেহুস।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: কম খারাপ না
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮
অগ্নি কল্লোল বলেছেন: হা হা হা।।
খুব মজা পেলাম।।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০
মেমননীয় বলেছেন: ম্যাচ পরিত্যক্ত।!
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২
নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল লাগল
শিখনিয়