নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

বুনিয়াদি কড়চা

২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৫৫

বুনিয়াদি কড়চা

সকাল বেলা ক্লাসে এসে
চেয়ার টেবিল নিয়া বসে
ক্লাসের সময় ঘুমিয়া থেকে
এলমেলো নলেজ টাকে
গুছিয়ে ফেলে নতুন করে
জগতটাকে দেখে ফেলে-
বেলা শেষে গভীর শাস ঘুরে ফিরে।

ভর সকালে ঘুমটা ভেঙ্গে
দৌড়ের ছলে পিটির ক্লাসে
পিটি মামা মিসটি হাসে
এমন সময় হাটতে গেলে
জীবন্টা খালি শুন্য লাগে।

বিকাল বেলা ক্লান্তদেহে
সারাদিন জ্ঞানের ভিড়ে
শরীরটাকে গঠন করে
হারেক রকম খেলার ভিড়ে
কেমন করে সাঝ নামে
এমন সময় রুমে ফিরে
হাজরো প্রেসার ঘুরে ফিরে।

বুনিয়াদি প্রসিক্ষনে একাডেমি এসে
খালি IELTS এক্সাম দিব ভেবে
লাজুক সারের হাসি দেখে
প্রেমে পরার গল্প শুনে,
লিসনিং এর হেড ফোন
আর কঠিন পারাগ্রাফে
IELTS এক্সাম দিব ভেবে
বিদেশ পরার সপ্ন আসে।

সারি সারি বসে পড়ে
চামচ দিয়ে খেতে হবে
চিফ গেসট এসে পড়ে
মজ়ার খাবার খাওয়ার ছলে
স্মৃতিগূলো নতুন করে মণে পড়ে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: জীবন কাব্য মনে হচ্ছে। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.