নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

মেঠো পথ বেয়ে

০৩ রা মে, ২০১৬ সকাল ৮:৩১

মেঠো পথ েবয়ে
ছোট্ট একটি গ্রামে একান্ত নিরিবিলি পরিবেশে
সোনালি সূর্য এলিয়ে পড়ে।
সেখানে অসান্ত বাতাসে জলকনা উদ্দাম ছুটাছুটি করে।
পুকুর পাড়ে রমন রমণীর ইতস্তত হাঁটাহাঁটি
আর এদিক ওদিক চাওয়া ছাওই
কাশ বনের ফুলের বনে এদিক ওদিক দুলাদুলি
কাঁঠাল গাছে কোকিল পাখির উকি জুকি
একান্ত ভাবে প্রিয়াকে ডাকা-ডাকি
মেঠো পথে আকা বাকা পথের মাঝে
ক্লান্ত প্রানে রাখাল বালকের বট তলে
বাসারির ডাকা ডাকি করন কুহরে বাজে।
গোধূলি লগ্নে নিরফিরা পাখির দলে
উদাস মন পিয়াকে খুজে ফিরে।
দূর বাতাসে আজানের সুের
জিবনের হালখাতা হিসাব মিলাতে থাকে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ সকাল ৮:৪৮

অবনি মণি বলেছেন: গোধূলি লগ্নে নিরফিরা পাখির দলে
উদাস মন পিয়াকে খুজে ফিরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.