![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রাম খানি আছে বেশ
ঢাণ গাছ নাচছে বেশ
লাঊ এর ডগা দুলছে বেশ
দিঘীর জোল জ্বলছে বেশ
আলোর খেলা যাচ্ছে বেশ
আকাশ ভরা তারার দেশ
শিমুল বনে আলোর আভা হচ্ছে অনেক
সেইখানেতে
খুকির খেলা হাসির মেলা
খোকার মুখে ছড়ার মালা
সব মিলিয়ে চলছে বেশ
স্কুলেতে ছুটে চলা
গাছের ফল পেড়ে খাওয়া
নিরন্তর ঘুরে বেড়া
এই মিলিয়ে হচ্ছে বেশ
চাদের হাসি উঠানেতে হাসছে খালি
নদীর উপর জোছনা গুলো জ্বলছে বেশ
সব মিলিয়ে চলছে বেশ
©somewhere in net ltd.