![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরা ুন্মত্ত আজ রক্তের নেশাতে
শত্রু ওদের গোছানো স্বপ্ন গুলো
হাসি মাখা মুখগুলো যেন ওদের বেদনা জাগায়
কর্ম বাস্ত জীবন ওদের হতাশা বাড়ায়
রক্ত যেন ওদের খুবি প্রিয় খাবার
চাপাতি এখন ওদের কাটা চামচ
ওরা যেন ধিক্কার দেয় নিজেকে
নিজের সত্ত্বাকে
আপনজন প্রিয় জনদের।
ওদের চোখে রক্ত, ঠোঁটে রক্ত
হাতে বিবেক নাশের অস্ত্র।
ওরা আদর্শ কি জানে না,
প্রগতি কি বোঝে না।
জীবনের গল্পকে ওরা ঘৃণা করে
স্বপ্ন জগতে ওরা অমানিশি হইয়া আসে
ওরা হল কান্না
ওরা হল ধ্বংস
ওরা হল
যেন শয়তানের বিমূর্ত প্রতিছবি।
©somewhere in net ltd.