![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন যেন দুনিয়াটা
ভরে গেছে এক অদ্ভুত বিষণ্ণতাতে
আজ যেন কেও কার নয়।
পড়ে থাকে এখানে লাশের সারি
ফুটপাথে খেলা করে ছিন্নমূল শিশুগুলো।
ক্লান্ত পথ এলিয়ে পড়ে পার্কের বেঞ্চিতে
রাজপথে ব্রান্ডের গাড়িগুলো ছুটে চলে
-বুক ভরা দীর্ঘশ্বাস গুলো নিয়ে।
আজ শ্রমজীবী মায়ের কোলে শিশু আর
ভুরি ওয়ালা বাবুরা লাল পানিতে মিশে
-একাকার হইয়ে ফিরে।
শিশুরা আজ লাল পানিতে সাতার কাটার স্বপ্ন দেখে
তারার দেশের গল্প শুনে।
©somewhere in net ltd.