নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

পাত্রী দাঁড়িয়ে বললো আপনার এক্সট্রা কারিকুলামে বেশ সমস্যা আছে

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৮

কিছুদিন আগে এক মেয়েকে পরিবার থেকে বলা হল আজ তাকে ছেলেপক্ষ দেখতে আসবে, পরিবারের সকল সদস্য আয়োজনে ব্যস্ত, পারলে আজকেই বিয়ের কাজটা সেরে ফেলে।
সন্ধ্যায় ছেলে সমেত তার পুরো পরিবার, মামা,চাচা, মামি,চাচি, পিচকি পাচকা মিলিয়ে ২৬/২৭ জন মানুষ এলেন একজন মাত্র নারী বা বিবাহ যোগ্য পাত্রীর যোগ্যতা যাচাই এর গুরুদায়ীত্ব নিয়ে। ব্যাপারটা এমন যেন, পেশীশক্তির বলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করতেই এই যোগাড় যন্ত্র।
পরিচয় পর্ব শেষে, ছেলেপক্ষ মেয়ের বাসার ছাদ, পাখার ডানা, দরজার চৌকাঠ, পর্দার রং, ফার্নিচার এর বয়স্কাল, বাসায় মোট রুমের সংখ্যা,ফ্রিজের ব্রান্ড ও তার উচ্চতা, টিভির ইঞ্চি পরিমাপ এবং সিলিং ফ্যানের গতি পরিক্ষা করতে লাগলেন। এরই মধ্যে ছেলে পক্ষের একজন মহিলা সদস্য ওয়াশরুম খুজতে লাগলেন, তিনি ওয়াশরুমের ভ্যান্টিলেটর, টুথ ব্রাশের ব্র‍্যান্ড ও তার মেয়েদকাল, কতখানি পরিষ্কার, কতখানি নোংরা, টাইলস আছে কি নেই এসব নিরীক্ষার দ্বায়িত্ব নিলেন।
এদিকে পাত্রী ভারী গহনা এবং চকচকে শাড়ী পড়ার প্রস্তাব নাকোচ করে দিল, এমনকি স্পষ্ট জানিয়ে দিল সে মাথায় ঘোমটা দিয়ে মাথা নিচু করে ছেলেপক্ষের সামনে যাবেনা, কারন সে কোন প্রজেক্ট নয়,যাকে পরিবেশন করে কন্ট্রাক্ট ফাইনাল করবে, তার যুক্তি.... যেহেতু এটা এখনো নিশ্চিত নয় যে এই ছেলেই আমার স্বামী,সুতরাং তাকে অতিরিক্ত সম্মানে আখ্যায়িত করার মানে হয়না।
আধাঘণ্টা পর, ডাইনিং টেবিলে ৩৩ রকমের খাবার দেয়ার পরও, তাদের কাছে কমতি মনে হল,খাবার টেবিলে এমন একটা ভাব যেন এমন রাজভোগ তাদের বাসায় সকাল সন্ধায় হয়। কেঊ বলছেন মিষ্টি খাবেন না ডায়াবেটিস প্রবলেম, কেঊ ঝাল খাবেন না গেস্ট্রিক প্রবলেম, কারো টন্সেল প্রবলেম তাই ঠান্ডা খাবেন না, কেঊ আবার গরম খেতে পারেন না।
ঘন্টাখানেক পরে মেয়ে দেখানোর পালা শুরু হয়, এর মাঝেই কানাকানি শুরু, একটু ভালো জামা কাপড় পড়ায় নাই, মাথায় কাপড় নাই, গায়ে কোন গয়না নাই.....ঠিক যেন প্রোডাক্ট এ মনমত লেভেল লাগানো হয়নাই।
এবার প্রশ্নের পালা শুরু.... পড়াশুনা কতটুকু, হাইট কত,ভাই বোন কজন, এটাকি নিজের বাড়ি নাকি ভাড়া বাসা, আব্বা কি করেন, বংশে কেঊ সরকারি চাকরি করেন কিনা, এমন কি প্রশ্নের ধরন এমন ও ছিলো এ বাসার মহিলারা বাজার করেন কিনা। যাবতীয় প্রশ্নের জবাব শেষে, এবার পাত্রীর প্রশ্নের পালা যা ছিলো এমন......
পাত্রীঃ আপনারা বাসে এসেছেন না ট্রেনে?...
পাত্রঃ কেন?
পাত্রীঃ না অনেক লোকজন তো, তাই, এত লোক তো গাড়ীতে জায়গা হবার কথা নয়।
যাই হোক গাইতে পারেন?
পাত্রঃ আমার গলা ভালোনা।
পাত্রীঃ কন্ঠনালীর ব্যাপারে জানতে চাইছিলাম, গলার ব্যাপারে নয়। আচ্ছা গীটার বাজাতে পারেন?
পাত্রঃ আসলে শেখা হয়নি।
পাত্রীঃ আমার আশেপাশের সব ছেলেই তো পারে, তাই জিজ্ঞাসা করলাম
পাত্রীঃ কবিতা লেখেন?
পাত্রঃ না।
পাত্রীঃ মাউন্টেন ক্লাইম্ব, মানে পাহাড় জয়ের ইচ্ছা আছে?
পাত্রঃ ভাবিনি কখনো।
পাত্রিঃ স্যুটিং করেছেন কখনো, গল্ফ খেলেছেন?
পাত্রঃ না।
পাত্রিঃ পুল খেলতে পারেন?
পাত্রঃ না।
পাত্রিঃ ডাক্তার হতে ইচ্ছে করেনি কখনো? বা ইঞ্জিনিয়ার?
পাত্রঃ আসলে, সুযোগ ছিলো না।
পাত্রীঃ নাচতে পারেন।
পাত্রঃ ( লজ্জায় লাল হয়ে) না।
পাত্রীঃ ফুটবল খেলেন নিশ্চয়, ক্রিকেট?
পাত্রঃ না, সময় হয়না।
পাত্রীঃ রাঁধতে পারেন?
পাত্রঃ এটাতো মেয়েদের কাজ।
পাত্রীঃ তাই নাকি, মেয়েদের হার্ট থ্রব "তাহসান" খুব ভালো রাধতে পারে, টিভি দেখেন নিশ্চয়, আপনার তো জানার কথা।
পাত্রঃ আসলে টিভি দেখার সময় পাইনা।
পাত্রীঃ হিন্দি বোঝেন, বলতে পারেন?
পাত্রঃ না।
পাত্রীঃ তাহলে তো সমস্যা, আপনি তো তাহলে রোমান্টিক মুভিও দেখেন না।
পাত্রীঃ দেশের বাইরে ঘুরেছেন কোথায় কোথায়?
পাত্রঃ না, আসলে যাওয়া হয়নি কখনো।
পাত্রীঃ কি সর্বনাশ..... নিজেই কিছুই দেখেন নি, আমাকে দেখাবেন কি করে?
পাত্রীঃ শিকার করেছেন কখনো, বেয়ার গিল কে চেনেন?
পাত্রঃ না।
সবশেষে পাত্রী দাঁড়িয়ে বললো আপনার এক্সট্রা কারিকুলামে বেশ সমস্যা আছে, ঠিকমত প্রস্তুত হয়ে আগামী বছর চেষ্টা করুন, আমার বিশ্বাস আপনি পারবেন.................

মন্তব্য ২৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৭

সাহসী সন্তান বলেছেন: হা হা হা, যেমন বুনো ওল; তেমনি বাঘা তেতুল! ব্যাপক মজা পাইলামরে ভাই! =p~

২| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৫

জাকেল বলেছেন: পাত্রীঃ তাই নাকি, মেয়েদের হার্ট থ্রব "তাহসান" খুব ভালো রাধতে পারে, টিভি দেখেন নিশ্চয়, আপনার তো জানার কথা।
পাত্রঃ আসলে টিভি দেখার সময় পাইনা।
পাত্রীঃ হিন্দি বোঝেন, বলতে পারেন?
পাত্রঃ না।
পাত্রীঃ তাহলে তো সমস্যা, আপনি তো তাহলে রোমান্টিক মুভিও দেখেন না।


গুড পয়েন্ট!! রোমান্স কেবল হিন্দি ভাষাতেই বেশি!!

৩| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৭

এস বাসার বলেছেন: জটিল!

৪| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৯

পথহারা মানব বলেছেন: ভাই আজকে থেকে এই প্রশগুলো মুখস্থ করা শুরু করলাম..আমার বিশ্বাস আমিও আগামি বছর পারব!!!

৫| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ঠেলা সামলাও!! =p~
মজা।

তয় এর অনেকগুলান আমি পারি। ম্যাক্সিমাম। ;)

৬| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , দারুন হয়েছে । খুব ভাল লেগেছে । পাত্রী পর্বটা ভাল লেগেছে বেশী । যেমন কুত্তা তেমন মুগুর দেয়া হয়েছে ।

শুভেচ্ছা রইল

৭| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~


৮| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫০

প্রণব দেবনাথ বলেছেন: =p~ =p~ =p~ :-B

৯| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথম পর্বটার দারুণ বর্ণনা দিয়েছেন...

১০| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৪৩

মহা সমন্বয় বলেছেন: হাঃ হাঃ ঠিকই তো, এইডা আবার কেমন পাত্র? কিছুই তো পারে না। তাহলে আবার বিয়ে করে পারবে কেমতে?? :`>

১১| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: B-) B-) B-)

১২| ১৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৫

মাদিহা মৌ বলেছেন: হাহাহাহা!

খুব মজা পেয়েছি। পুরোপুরি এরকম নয়, কিন্তু কড়া কড়া প্রশ্ন আমিও করেছি। :P

১৩| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: চরম হয়েছে!

১৪| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৫

প্রামানিক বলেছেন: হা হা হা দারুণ দারুণ।

১৫| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১২

হাসান মাহবুব বলেছেন: সাব্বাশ কন্যা সাহসীনি!

১৬| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪২

অশ্রুকারিগর বলেছেন: =p~ =p~ =p~ :-B

হাসান মাহবুব বলেছেন: সাব্বাশ কন্যা সাহসীনি!

মজার পাশাপাশি ভালো লাগছে মেয়ে নিজেকে প্রোডাক্ট হিসেবে দেখাতে চায়নি এজন্য।

মাদিহা মৌ বলেছেন: হাহাহাহা!

খুব মজা পেয়েছি। পুরোপুরি এরকম নয়, কিন্তু কড়া কড়া প্রশ্ন আমিও করেছি। :P

জাতি আপনার প্রশ্নগুলোও জানতে চায়!

১৭| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৬

ইফতি সৌরভ বলেছেন: পাত্রীঃ আপনারা বাসে এসেছেন না ট্রেনে? :)

AWESOME

১৮| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৯

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: বিয়েটাও দেখি একপ্রকার চাকুরীর ইন্টারভিও... B-)

১৯| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৩

eBooks Head বলেছেন: ha ha ha mojai moja

২০| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৩

Mk jorze বলেছেন: লুল

২১| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৫

গেম চেঞ্জার বলেছেন: পাত্রী দেখার এইসব কড়া নিয়ম কানুন ভাল্লাগে না। কেমন যেন মেয়েদের আন্ডারএস্টিমট করা হয়!! :| আইকিউ পরিক্ষা করার মানে এত কিছু হওয়া ঠিক না!! :|

২২| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

খোলা মনের কথা বলেছেন: সাহসী সন্তান বলেছেন: হা হা হা, যেমন বুনো ওল; তেমনি বাঘা তেতুল! :P :P :P

২৩| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৭

এস আই সুমন বলেছেন: ভাল,খুব ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.