নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

রোজ সকালে তুমি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৫

রোজ সকালে আগের মত ঘুম থেকে উঠে পড়ি
কাক ডাকা সকালে
যখন পাশের বাশার বউদিরা কল পাড়ে বাসন মাজে
ছোট্ট খকা খুকির জর করে স্কুলে জাবার কান্না ভেশে উঠে
রিকাসার বেল গুলো খনে ক্ষণে ক্রিং ক্রিং করে
পাশ ফিরে আকটা শূন্যতা ফিল করি
বিশ্বাস কর প্রিয়তমা
অনুভুতি টা আক্কেবারে নতুন
থিক যেদিন আমার অপেক্ষা রত তোমার মুখ খানি দেখেছি
সেদিন থেকে
একটা সূক্ষ্ম চিনচিনে বেথা অনুভব করি বুকের গভীরে
এ বুক একটা অভিমানি মে এয়ে খুজে
সাদা পারের গলাপি শাড়ি পরা তোমাকে পেতে চাই
অবাক্ত মন তোমার ঘুম কাতর মুখাখনি
হৃদয় নিস্পাপ ছোঁওয়া এনে দ্যায়ে হৃদয়ে
হাযার বছর বেচে থাকার স্বপ্ন জাগে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.