![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রামপাল অথবা সুন্দরবন
সবুজ কিনবা প্রযুক্তি
বনহত্যা কিনবা অর্থনীতি হত্যা
অসহায পেট নীতি কিংবা সবুজ নীতি
রাজনীতি কিংবা কর্পোরেটের শক্তি
মুখোশ পরা মানুষের নিরীহ নৃত্য
আবার মাইকে করে সচ্ছারিত কবিতা আবৃতি
আব ছায়া তে বিশাল বৃক্ষ রাজি,
জ্ঞান শূন্য দিকবিদিক মানবকুল
আর বনচারী সাইরেনগুলোর সদর্ভ পথচলা
সুন্দরি গাছগুলর উপরের তলাতে
-ব্যাংকের ভল্টের অর্থ রাশি
যেখানে হইত হিংস্র শ্বাপদের থাবা ছিল
সেখানে হবে হইত জীবনের থাবা
সুকান্তর রানারের মত অবিরত ছুটে চলা থাবা।
©somewhere in net ltd.