![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজারো সালাম এই সূর্য সন্তানদের যারা দিয়েছে অকাতরে নিজের প্রান
আমরা সুযোগ পেয়েছি মাথা উঁচু করে দাঁড়াবার,
উড়িয়াছি পতাকা সগৌরবে, করেছি বাতাস পবিত্র
আমার পূর্ব পুরুষ কে করেছ তোমরা মহিমান্বিত ,
মুক্তির নিশানা উড়িয়ে ছিঁড়েছ শত বছরের পিঞ্জর,
ঘর্ম ক্লান্ত নিষ্পেষিত মানুষ গুলো কে তোমরা সোনালী স্বপ্নের চিত্র পট গড়ে দিয়েছ।
ঋণের সংজ্ঞা বুঝি যখন তোমদের সাক্ষাত পাই
লাল সবুজের পতাকা টাকে নতুন করে নিজের হৃদয়ে করে নেই
অব্যাক্ট চেতনায় বলে উঠি
জয় বাংলা, বাংলার জয় –মাথা উঁচু করে দাঁড়াবার এখনি সময়।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৫
প্রবাসী দেশী বলেছেন: যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে :সহমত
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
আপনার পদ্য ভালো লেগেছে; আপনি বীরদের পক্ষে লিখেছেন; ধন্যবাদ।