![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীর রাতের নিস্তব্দতা
অদ্ভুত রকম লেখা লেখির ইছা হয়ী মাঝে মাঝে
জোর করে লেপ টপ খুলে বসি মাঝ রাতে
খুব অদ্ভুত লাগে
রাত যত বারে অনুভুতি গুলো তত প্রগার হয়
প্রেমিকার সাথে সৃতি গুলো তাজা হইয়ে উঠে
ছোট বেলার শৈশব প্রান ফিরে পাই
দেশ নতুন রুপে ভাবতে সিখাই
সঙ্গি হইয়ে উঠে রাতের সেই শুনশান নিরবতা
ল্যাপটপের চার্জ শেষ হইয়ে যাই কিন্তু লেখা থামে না’
আসলে নিরবতা হইত আসলে এক ধরনের শূন্যতা
শূন্যতা ছাড়া মানুষ হইত পূর্ণতা বুঝতে পারে না।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩০
আশফাক ওশান বলেছেন: রাত বড়ই অদ্ভুত।অনুভুতি গুলোকে জাগিয়ে দেয় বারবার।ভালো লিখেছেন