![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদায় মুহূর্ত গুলো অনেকটা অবশ্যম্ভাবী
আগমন আর বিদায় যেন একি বৃন্তে দুই ফুল
কখনও ধুতরা ফুল কখনও বা গোলাপ
আগমন যেমন নতুন সপ্ন নতুন ঊষা এনে দেয়া
সপ্ন গুলো পুবের আকাশে রংধনু একে দ্যায়ে
তেমনি ছেঙ্গিশ খানের তলোয়ারের ঝনঝনানি এনে দ্যায়ে
বিদায় বেলা তেমনি সাঝের বেলার বিসন্নতা একে দ্যায়ে
মান অভিমান ভুলে পুরনো সময় গুলো ভাসসর হইয়া উঠে
সৃতি যেন প্রস্তর সম ভারি হইয়া উঠে
দূর আকাশের গাংচিল গুলো উড়ে ছলে।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৩
অতঃপর হৃদয় বলেছেন: ঠিক বলেছেন।