![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গগনের স্নিগ্ধ আলো খানি শান্তি এনে দিচ্ছে
বারির পাশের নিম গাছ খানি দখিনা বাতাসে
উদ্দাম আনন্দে দুলে চলেছে
পল্লবরা যেন কর্ণ বর্ম হইয়া নিরবতা
ছিন্ন ভিন্ন করে দিচ্ছে
শীতের শিশির গুলো মিলিয়ে গিয়ে রৌদ্রের উত্তাপ দিয়ে যাচ্ছে
বিষণ্ণতা যেন নিচ্ছে আড়ি।
বহু পুরানো সৃতিগুলো আছরে পড়ছে নব আবেগে।
বাথাই নিল কণ্ঠ আমি গধুলির সুরভী আধারে ভাস্বর হইয়া পড়ি।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪
বিজন রয় বলেছেন: অনেক বানান ভুল কবিতাটির সৌন্দর্য নষ্ট করছে।
প্লিজ ঠিক করে দিন।
ধন্যবাদ।