![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনজনেরা
নয় মাস পেটে ধরা মা জননী
যার চোখে দেখা এই অবাক পৃথিবী
সে আমার আব্বাজান
সুখ দুঃখ ভাগ করে নেওয়া সহোদর ভ্রাতা ভগ্নীরা
মিশে আছে যেন রক্ত জুরি।
অবাক হই আজ জীবনের মধ্য পথ এসে
কত বন্ধুর পথগুলো পুস্প মসৃণ হয়েছে তোমাদেরই ছোঁওয়া তে
পরেনি কোন পুস্প টোকা মাত্র তোমাদের সাথে থাকা দিনগুলোতে।
তোমরা গড়ে দিয়াছ জীবন মজবুত ভিত্তি দিয়ে।
মাগো, আমার বাপ জননী
করো আশীর্বাদ যেন গড়তে পারি তোমার আপন ভূমি
থাকবে সবাই সুখে, থাকবে না কোনো দুখ।
হাত এয়ে হাত ধরে হাঁটবো সবে
হাসবে সূর্য, হাসবে পিয়ার ঠোঁট যুগল।
বেদনা অশ্রুগুলো হবে আনন্দ আশ্রু।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৮
ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে, লিখে যান