![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনটিই আনন্দ নিয়ে বাঁচুন, আগামীকাল একটা মরীচিকা।
এই শহর, এই নগর,
এই যান্ত্রিকতার সবচে বড় সৌন্দর্য বোধহয়
নগরের অলিগলিতে, কিংবা রাস্তার মোড়ে
অথবা কোন বাস স্টোপেজের ভিড়ে মাথার উপর
তাক করে দাঁড়িয়ে থাকা একঝাক লাল টুকটুকে
রঙিন সৌন্দর্য।সে এক অপরূপ কৃষ্ণচূড়ার সৌন্দর্য।
হঠাতই যখন পথে চলতে চলতে কিংবা ক্লান্ত দুপুরে
তপ্ত রোদে মাথার ঘাম গা বেয়ে মুখের চোয়াল ছুঁয়ে নীচে
পড়তে চায়, ঠিক তখনই নাভিশ্বাস উঠার মুহূর্তে হঠাতই
চোখ আটকে যায় ওই রঙিন স্বপ্নে, লালের আভায়।
মাঝে মাঝে মনে হয়, এই শহুরে এত কৃষ্ণচূড়া
কোথা থেকে আসল? নিশ্চয়ই সেইটা অলৌকিক
ব্যাপার ছাড়া কিছুই নয়। বনানী সিগনালে এসে
মাঝেমধ্যেই চোখ আটকে যায় ওই লাল কৃষ্ণচূড়ায়।
নাগরিক কৃত্রিমতার জীবনে এক চিলতে বিশুদ্ধ
ভালোবাসা খুঁজে পাওয়ার এইত এক উপলক্ষ।
কৃষ্ণচূড়ার দিনগুলি অতি দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
কিন্তু তার বিমোহিত সৌরভ রয়ে যাচ্ছে অনন্তকাল।
যার অপরূপ ভালোবাসায় সিক্ত হতে চাই এই মন
লক্ষ-কোটিবার।
২| ১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:০৮
ক্ষণিকের আগুন্তুক বলেছেন: শিরোনামহীন এর প্রতি সীমাহীন ভালোবাসা আর আবেগ বহু আগে থেকেই।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৫ দুপুর ২:২৫
শিরোনামহীনভক্ত দিহান বলেছেন: শিরোনামহীন ব্যান্ডের গান শুনেন ভাই। তাইলে এইসব বিষয়গুলির ভার্চুয়াল স্রোতা হতে পারবেন।