নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ওই যে সেই অতি চেনা অপরিচিত আপনাদেরই লোক...

ক্ষণিকের আগুন্তুক

আজকের দিনটিই আনন্দ নিয়ে বাঁচুন, আগামীকাল একটা মরীচিকা।

ক্ষণিকের আগুন্তুক › বিস্তারিত পোস্টঃ

একটি ফেসবুক স্ট্যাটাস ও কিছু চিন্তা-ভাবনা

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫

খুব সম্ভবত আমার জীবনে আমার ফেসবুকের গত স্ট্যাটাসটাই সবচেয়ে অভাগা যে
৫মিনিট অতিবাহিত হওয়ার পরেই কোন লাইক, কমেন্ট পায়নি।

এর জন্য মোটেও দুঃখ হচ্ছেনা। খারাপ লাগছে এই ভেবে যে, আমাদের দেশের মানুষ ফেসবুক ইউজ করতে চাচ্ছে ঠিকই কিন্তু তারা জীবনে fb.com ছাড়া আর বিকল্প কিছু চিন্তা করেনি। ইন্টারনেট মানে ফেসবুক, ভাইভার, হোয়াটসএপেই তার দৌড় শেষ। ইন্টারনেট মানে যে পুরো দুনিয়া তার পকেটে, তা কখনো চিন্তায় করেনি বেশিরভাগ মানুষ। কারণ, এতদিন ওরা এভাবে ভাবেনি। আজকে ফেসবুক আর কিছু এপস সরকার থেকে অফ করে দিয়েছে বলেই এত লম্ফঝম্ফ শুরু হয়ে গেছে।

এবার আসি আসল বিষয়ে, ফেসবুকসহ যে সকল এপস সরকার থেকে সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে সেইটা অপরাধ ঠেকানোর কোন যুগোপযুগী কৌশল হতে পারেনা। যারা অপরাধ কাজে জড়িত তারা আরো অনেক বেশি স্মার্ট। আমি একজন সাধারণ মানুষ হয়ে এটা ইউজ করতে পারলে ওরা যে এটা ব্যবহার করা জানবেনা তা কিন্তু নয়। বরং ওরা সবকিছুতেই আরো অনেক বেশি সুকৌশলি। বরং এতে সাধারণ সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের আরও বেশি কষ্ট হচ্ছে। একদিন একে একে সবাই vpn কি ঠিকমত জানবে। কারন সাময়িক বন্ধ আবার অন করে দিয়ে আপনারাই সাধারন মানুষকে এসব শিখাচ্ছেন।

জনগণকে ঠিকই ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করে যাচ্ছেন, আবার আরেকদিকে বারবার লাগাম টেনে ধরতে চাচ্ছেন। নিয়ন্ত্রন করা এক জিনিষ আর একবারে বন্ধ করে দেয়া কিন্তু আরেক জিনিষ। মানুষ চাচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করতে। সবার আগে সেইটা বুঝতে হবে। তারপর সেইটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করুন কাজে দিবে। আজাইড়্যা মন চাইলে অফ করলাম, আবার অন করলাম। এই চোর-পুলিশি কাহিনি অফ করুন প্লিজ। মানুষকে স্বাধীনভাবে তার রাজ্যে বিচরণ করতে দিন। অযথায় হয়রানি বন্ধ করুন, নয় জনগণই উল্টো আপনাদের হয়রানির উপর রাখবে। তখন বুঝবেন, জনগণের পাওয়ার জিনিষটা আসলে কি!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.