![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনটিই আনন্দ নিয়ে বাঁচুন, আগামীকাল একটা মরীচিকা।
রানা প্লাজা,হলমার্ক, তাজরিন ফ্যাশন-স্ট্যান্ডার্ড গ্রুপে আগুন, বিডিআর বিদ্রোহ, সাগর-রুনি-অভিজিৎ-তনু হত্যাকান্ড, রামপালে বিদ্যুৎকেন্দ্র,আড়িয়ালে বিমানবন্দর, প্রশ্নপত্র ফাঁস, পদ্মাসেতু কেলেংকারি, কেন্দ্রীয় ব্যাংকের টাকা লুট,শেয়ার বাজারে ধ্বস, বিদেশে শ্রমিক যাওয়া প্রায় স্থগিত এবং সবশেষ ইউরোপে থাকা ৮০ হাজার অবৈধ বাংলাদেশি দেশে ফেরত নেয়ার অনুরোধ।এসবের আসল কারণ কি জনগণ কিছুটা হলেও বুঝে এখন।কেউ কিছুই ভুলে যায়নি, এসব ভুলে যাওয়ার ইতিহাস নয়।
বিনিময়ে আমরা দেশে কিছু ডিজিটাল বার্তা আর নীচের রাস্তায় না থেকে ফ্লাইওভারে উঠে জ্যাম ঠ্যালার তিক্ত অভিজ্ঞতা পেয়েছি।
কথিত #জয়_বাংলা এখনো সময় আছে জনগণকে সামলা।আর হ্যা, ভুলে যাইয়েন না জনগণই সকল ক্ষমতা+টাকার উৎস। আপনারা জাস্ট তাদের দ্বারা পালিত সেবক, ভক্ষক নয়।অপ্রিয় হলেও সত্য, কোন কিছুই দুনিয়াতে চিরস্থায়ী নয়।তাই আগেই সাবধান হোন, চাইলেই তো পারেন সুন্দর একটা আগামী গড়তে। শুধু সেই ইচ্ছের অভাব।শাক দিয়ে মাছ ঢেকে আজীবন থাকা সম্ভব নয়, পতন অনিবার্য।
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
ক্ষণিকের আগুন্তুক বলেছেন: এই পরিস্থিতিতে বেশি ঠিক কথা বললেও অনেক সমস্যা আছে।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০
বিজন রয় বলেছেন: শেষ নাই।
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
ক্ষণিকের আগুন্তুক বলেছেন: শেষ বলে আসলেই কিছু নেই।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
মোঃ আশরাফুল ইসলাম কার্জন বলেছেন: ঠিক বলেছেন ।