![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না
আমার ঘরে দুটো ছেলেমেয়ে আর একটা স্ত্রী আছে
অথচ-
আমি একটা প্রেমে পড়ে গেছি
সুন্দর সুঢেৌল শরীর তার
তার চলনে বলনে কেমন মদমত্ততা আছে, আমি বিমোহিত হই
আমি যতই কাছে যাই
তার লিকলিকে ঠোঁটদুটো প্রজাপতির মতো কাঁপতে থাকে
আমি আরো কাছে যাই
তার নাকের ডগায়, ঠোঁটের গোড়ায় ঘামের ফোঁটারা মুক্তোর মতো চিকচিক করতে থাকে,
আর তার চঞ্চল গালের তিলদানাটি আমার ভেতরে তোলপাড় করে
মেয়েটি আমাকে কিছুই বলে না, আমিও বলি না কিছু
অথচ ভয়ানক প্রেমে পড়ে গেছি
আমার ঘরে দুটো ছেলেমেয়ে আর একটা ডাইনী আছে।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৫
উদাস কিশোর বলেছেন: অর্কমানিক বলেছেন : স্ত্রী আর ছেলেমেয়ে নিয়ে সন্তষ্ট থাকেন দেখবেন অনেক ভাল লাগবে ।...........
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪২
অর্কমানিক বলেছেন: স্ত্রী আর ছেলেমেয়ে নিয়ে সন্তষ্ট থাকেন দেখবেন অনেক ভাল লাগবে ।...........