![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাচা ভরা ঝিঙেফুলে
কালো পিঁপড়েগুলো
একটুখানি নাড়া দিলে
পাঁপড়িরা উড়ায় ধুলো।
ভ্রমর এবং ফড়িং এসে
খোঁজে বেড়ায় মধু
হলদে ফুল তাকায় যেমন
নীরব নতুন বধূ।
মায়ের কোলে খোকন সোনা
হাতটা যখন বাড়ায়
ফুলের কাছে মেৌমাছিরা
একটু দূরে দাঁড়ায়।
ফুলের দিকে সবার যখন
এমন অবাক দৃষ্টি
গুড় গুড় গুড় আওয়াজ তুলে
নামলো অঝর বৃষ্টি।
পালিয়ে গেলো পাখি ফড়িং
দেৌড়ে পালায় খোকা
ফুলের বুকে লুকোয় গিয়ে
ছোটো ছোটো পোকা।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: বেশ সাবলীল, ভালোলাগা জানিয়ে গেলাম
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
অন্ধবিন্দু বলেছেন:
এটা পড়তে মজা পেলেম। ভালোলাগা।