![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অই খোকা যাবি, আমার সাথে?
কোথায়?
ওই বনে। ফুলে ফুলে কত ফড়িং কত প্রজাপতি।
ধরবি নাকি? মজা হবে খুব।
যাবি? গেলে চল।
নাহ্। আকাশ ছোঁয়ার স্বপ্ন আমার, আকাশ ছোঁবো।
পাখা আছে তোর? কেমনে ছুঁবি?
কেনো? ওই দেখো মেঘ উড়ে যায় সারি সারি, মেঘের পাখা নেই।
ওই দেখো চাঁদ। খেলছে তারা, সূর্যটা দেয় হাসি।
কই, তাদের পাখা কই?
স্বপ্ন দেখিস বুঝি?
আমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি রোজ।
তাহলে তুই আকাশে ছুঁতে যা। আমি গেলাম বনে।
একি, খোকা গেলো কই?
মেঘের পিঠে বসেছে গিয়ে খোকা।
উথাল পাথাল মেঘ ডিঙিয়ে যাচ্ছে তীরের বেগে
আকাশ দেখি নীলে নীলে নীল
দুহাত মেলে উড়ছে খোকা, উড়ছে ভুবন চিল।
হঠাৎ দেখি, কোথাও খোকা নেই।
অন্ধকারের বুক চিরে ওই উঠছে সাদা চাঁদ
চাঁদের বুকে ওই দেখা যায় খোকা
পাহাড়গুলো প্রজা করে
সে হয়েছে রাজা।
ফুলের তোড়া ফড়িং ছিলো হাতে
ওরাও তখন করছে ওড়ি ওড়ি
স্বপ্ন এসে আমার চোখে মারলো ভীষণ তুড়ি
ফুল হয়ে যাই ডালে ডালে
ফড়িং হয়ে দিগবিদিকে করছি ওড়াউড়ি।
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা।১ম প্লাস।