![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা-ই এনেছি সারাদিন খেটে কঠোর পরিশ্রমে
তা-ই বোন তুই কষ্ট করে খেয়ে নে এক দমে।
ওই যে দূরে মসজিদ মন্দিরে বিলাবে শিরনি প্রসাদ
সানকি ভরে এনে দেবো তোরে দেখিস কেমন স্বাদ!
এমনই নানান কথার ছলে পান্তা খাওয়ায় ঠেলে
ভালো খাওয়ার ইচ্ছেগুলি হাওয়ায় পাখা মেলে।
সারাদিন ভর ভাই ছাড়া বোন একলা ঘরে থাকে
ভাইটি তার খাবারের খোঁজে ঘুরেছে পথের বাঁকে
এখানে সেখানে চেয়ে চিন্তে যতটুকু আনে ভাই
দেয় না কিছু নিজের মুখে বোনকে দিবে তাই।
বাবা-মা নেই ভাইবোন মিলে কষ্টে কাটায় দিন
দেখেও তাদের না দেখে চলি কতটা বিবেকহীন!
২| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: দুঃখিত। খারাপ হওয়ার জন্য দিইনি; চেতনা জাগানোর জন্য দিয়েছি।
মন যখন খারাপ হয়েছে চতনা আপনার জাগবেই।
ধন্যবাদ।
৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
প্রামানিক বলেছেন: কষ্টের কাহিনী। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: মনটা তো খারাপ করে দিলেন ।