![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়লা পোড়া ময়লা গতর
জীবন তেনা তেনা
বেঁচে থাকার সাধ্যটুকু
অনেক দামে কেনা।
তবুও বেঁচে থাকে
ঘোরে ওদের ভাগ্যচাকা
কষ্টগলির পাকে।
ক্ষুধা নিয়ে ঘুমায় এরা
খোলা আকাশ তলে
নেতিয়ে পড়ে ক্লান্ত শরীর
সূর্য তখন জ্বলে।
তোমার আমার সুখের রসদ
পেৌঁছে দিয়ে ঘরে
চোখের জলে যায় হারিয়ে
ধূ ধূ বালুচরে।
এমনি করে হারায় ওরা
এমনি আসে ফিরে
গড়ে তোলে সভ্যতাকে
নাড়ীর বাঁধন ছিঁড়ে।
©somewhere in net ltd.