![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাদার তলে মাছ লুকাবে সাধ্য আছে?
শিং বাইনের লুকোচুরি? ছুটবে পাছে।
এরা কাদার রাজা মাছের আগে ছুটতে পারে
এরা কাদায় ডুবে পচিম পুবে দেৌড়তে পারে
ওরা দুষ্টু বিষম কাদায় থাকে কাদা বাবা
মাছ পালাবে? কাদার তলে মারবে থাবা।
ওরা পাড়ার দুষ্টু কিশোর পাড়ার রাজা
পাড়ার ফলে ভাগ বসাবে, খেয়ে তাজা।
ওদের কেহ কয় না কিছু বাঁদর বলে আদর করে
বুঝতে পারে তারাই যাদের এমন দুষ্টু আছে ঘরে
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর পোষ্ট।