![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হানলো আঘাত পাকসেনারা
বাংলা মায়ের বুকে
দখল নিয়ে করবে শাসন
থাকবে মহা সুখে।
এই না ভেবে অন্ধকারে
হামলে পড়ে দেশে
ইতিহাসটা সবাই জানি
কী হয়েছে শেষে।
কী হয়েছে শেষে ?
জানতে বাকী নেই
বলতে গেলে যায় না বলা
হারিয়ে ফেলি খেই।
ছোটো বড়ো নেই ভেদাভেদ
যা ছিল যার হাতে
বীরের মতো যুদ্ধ করে
পাকসেনাদের সাথে।
আবাল বৃদ্ধ বনিতারা
সবাই ক্ষেপা ক্রুদ্ধ
মৃত্যুকে তাই হাতে নিয়ে
চালায় জীবনযুদ্ধ।
বাঘের মতো বীর বাঙ্গালী
খাবলে ধরে টুটি
পাকসেনারা মৃত্যু মুখে
ভয়ে গুটি-শুটি।
গর্জে ওঠে বীর বাঙ্গালি
বলছে, যুদ্ধ চালা
পাকবাহিনী, যাবি কোথায়?
বাঙলা থনে পালা।
ধমকিতে ভাই চমকে ওঠে
পাকসেনার দল
আছাড় খেয়ে নাছোড় বান্দা
হারায় সাহস বল।
শহীদ হলো তিরিশ লক্ষ
স্বাধীন হল দেশটা
ডিসেম্বরের ষোল তারিখ
কীযে হল শেষটা!
এই না দেখে বিশ্ববাসীর
চক্ষু ছানাবড়া
গর্ব করে লিখি আমি
বীরবাঙালির ছড়া!
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪০
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ভালো লাগলো। আপনাকে শুভেচ্ছা জানাই।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
বিজয় মাসের শুভেচ্ছা ভাই।
কবিতায় ভাল লাগা রইলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: অভিনন্দন। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৪
মোঃ হৃদয় শেখ বলেছেন: অসাধারন সুন্দর হয়েছে